SSC Biology MCQ || ৯ম ও ১০ম শ্রেণি জীববিজ্ঞান ১২তম অধ্যায় এর বহুনির্বাচনী পার্ট ১
আজকের আর্টিকেলে আমি ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান ১২ অধ্যায় এর বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করবো ছাত্র-ছাত্রীরা এই অধ্যায়টি পড়াশোনার করলে এই অধ্যায়টির বহুনির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পারবে।
৯ম ও ১০ম শ্রেণির ১২ অধ্যায় এর বহুনির্বাচনী প্রশ্ন
এখানে পার্ট নং ১ এর প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
১। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন?
(ক) জেমস ওয়াটসন
(খ) ফ্র্যান্সিস ক্রিক
(গ) গ্রেগর জোহান মেন্ডেল
(ঘ) স্ট্রাসবার্জার
২। ডিএনএ এর একটি সূত্রের গুয়ানিন, অন্য সূত্রের সাইটোসিনের কতটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) কোনটিই নয়
৩। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত?
(ক) ২.০ অ্যাংস্ট্রম
(খ) ৩.৪ অ্যাংস্ট্রম
(গ) ২০ অ্যাংস্ট্রম
(ঘ) ৩৪ অ্যাংস্ট্রম
৪। ডিএনএ হল-
i. ক্রোমোজোমের প্রধান উপাদান
ii. বংশগতির ভৌতভিত্তি
iii. জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন?
(ক) মটরশুঁটি
(খ) ভুট্টা
(গ) সরিষা
(ঘ) পাতাবাহার
৬। কোন এনজাইম দিয়ে ডিএনএ কে কেটে ছোট ছোট টুকরা করা হয়?
(ক) ট্রান্সক্রিপটেজ এনজাইম
(খ) লাইগেজ এনজাইম
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) নিউক্লিয়েজ এনজাইম
৭। মানুষের অটোজোম মোট কতটি?
(ক) ২ টি
(খ) ২২ টি
(গ) ৪৪ টি
(ঘ) ৪৬ টি
৮। বর্ণান্ধ ব্যক্তির একাধিক পিগমেন্ট না থাকলে কোন রং পার্থক্য করতে পারবে না?
(ক) সবুজ
(খ) হলুদ
(গ) নীল
(ঘ) সবগুলো
৯। কোন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রোগী কালার ব্লাইন্ড হতে পারে?
(ক) সিপ্রোফ্লক্সাসিন
(খ) হাইড্রক্সি-ক্লোরোকুইনিন
(গ) অ্যাসিটামিনোফেন
(ঘ) কো-ট্রাইমোক্সেজল
১০। থ্যালাসেমিয়া কোন ধরনের ডিজঅর্ডার?
(ক) সেক্স লিংকড রিসিসিভ
(খ) অটোসোমাল ডমিন্যান্ট
(গ) অটোসোমাল রিসিসিভ
(ঘ) সেক্স লিংকড ডমিন্যান্ট
১১। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু কার কাছে থেকে থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে?
(ক) বাবার থেকে
(খ) মায়ের থেকে
(গ) যেকোন একজনের থেকে
(ঘ) দুজনের থেকেই
১২। থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খাওয়া যাবে না?
(ক) লৌহসমৃদ্ধ
(খ) ভিটামিন এ সমৃদ্ধ
(গ) ক্যালসিয়াম সমৃদ্ধ
(ঘ) পটাশিয়াম সমৃদ্ধ
১৩। Evolveri শব্দটি কোন ভাষার অন্তর্ভুক্ত?
(ক) গ্রিক ভাষা
(খ) ল্যাটিন ভাষা
(গ) ইংরেজি ভাষা
(ঘ) ইটালিক ভাষা
১৪। একটি নির্দিষ্ট জিন এর ভিন্ন ভিন্ন রূপকে তার কী বলা হয়?
(ক) লোকাস
(খ) অ্যালিল
(গ) জেনোটাইপ
(ঘ) ফ্যাক্টর
১৫। বিজ্ঞানী চার্লস ডারউইন-
i. ইংল্যান্ডের স্রাসবেরি শহরে জন্মগ্রহণ করেন
ii. বিবর্তন তত্ত্ব প্রদান করেছেন
iii. প্রথম বিবর্তন আবিষ্কার করেছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৬। মধ্য আমেরিকার কোন পাখিটি প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে?
(ক) ঈগল পাখি
(খ) হামিংবার্ড
(গ) কোয়েল পাখি
(ঘ) চাতক পাখি
১৭। কোন মাছটি গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে?
(ক) স্যামন ফিশ
(খ) কেভ ফিশ
(গ) জেলি ফিস
(ঘ) হ্যাগফিশ
১৮। কোনটিকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়?
(ক) ক্রোমোজোম
(খ) ডিএনএ
(গ) আরএনএ
(ঘ) জিন
১৯। ডিএনএ হল-
i. ডিকার্বক্সিরাইবো নিউক্লিক এসিড
ii. দুই সূত্রবিশিষ্ট সর্পিলাকার গঠন
iii. ক্রোমোজোমের স্থায়ী পদার্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। ডিএনএ এর ক্ষারগুলো প্রধান অক্ষের সাথে কীভাবে অবস্থান করে?
(ক) সমান্তরালে
(খ) লম্বভাবে
(গ) সরলকোণে
(ঘ) ৪৫ ডিগ্রী কোণে
২১। আদি কোষের ডিএনএ এর আকৃতি কীরূপ হয়ে থাকে?
(ক) সর্পিলাকার
(খ) সূত্রাকার
(গ) গোলাকার
(ঘ) নলাকার
২২। ওয়াটসন ও ক্রিক কত সালে নোবেল পুরস্কার পান?
(ক) ১৯৫৩ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৫৮ সালে
(ঘ) ১৯৬২ সালে
২৩। আরএনএ তে থায়ামিন ক্ষারকের পরিবর্তে কোনটি থাকে?
(ক) গুয়ানিন
(খ) এডিনিন
(গ) ইউরাসিল
(ঘ) সাইটোসিন
২৪। সুকেন্দ্রিক কোষে রাইবোজোমে উৎপন্ন প্রোটিন প্রথমে কোথায় জমা হয়?
(ক) গলজি বন্তুতে
(খ) ভেসিকলে
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলামে
(ঘ) নিউক্লিয়োপ্লাজমে
২৫। মেন্ডেলের পরীক্ষায় শেষ পর্যন্ত লম্বা ও খাটো গাছের অনুপাত কত ছিল?
(ক) ২ঃ১
(খ) ৩ঃ১
(ঘ) ১ঃ১
(ঘ) ১ঃ৩
২৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণের মাঝে কোন থ্যালাসেমিয়া বেশি দেখা যায়?
(ক) আলফা থ্যালাসেমিয়া
(খ) বিটা থ্যালাসেমিয়া
(গ) গামা থ্যালাসেমিয়া
(ঘ) কুলির থ্যালাসেমিয়া
২৭। কার মতে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনের জন্য বিবর্তন ঘটে?
(ক) অ্যারিস্টটল
(খ) চার্লস ডারউইন
(গ) কার্টিস-বার্নস
(ঘ) আলফ্রেড ওয়ালেস
২৮। নিউক্লিওপ্রোটিন অণুর সৃষ্টি হয়-
i. অ্যামাইনো এসিড থেকে
ii. নিউক্লিক এসিড থেকে
iii. প্রোটিওলাইটিক এসিড থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৯। নিউক্লিওপ্রোটিন থেকে প্রথমে কোনটি সৃষ্টি হয়?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ভাইরাস
(গ) প্রোটোজোয়া
(ঘ) প্রোটোভাইরাস
৩০। সংকরায়ন প্রজাতি থেকে নতুন প্রজাতির সৃষ্টি হয়-
i. ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে
ii. নতুন জীবের অভিযোজনের ফলে
iii. প্রাকৃতিক নির্বাচনের দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১। ঘ ১১। ঘ ২১। গ
২। খ ১২। ক ২২। ঘ
৩। গ ১৩। খ ২৩। গ
৪। খ ১৪। খ ২৪। গ
৫। ক ১৫। ক ২৫। খ
৬। গ ১৬। গ ২৬। ক
৭। গ ১৭। খ ২৭। গ
৮। ঘ ১৮। ক ২৮। ক
৯। খ ১৯। গ ২৯। ঘ
১০। গ ২০। খ ৩০।
উপসংহার ১২তম অধ্যায়
আমি এখানে প্রশ্নগুলো অনলাইন থেকে সংগ্রহীত করেছি। নিচের দিকে উত্তগুলো দিয়ে দেওয়া হয়েছে। আশার সবারই উপকারে আসবে ইনশাআল্লাহ।
SOURCE: https://kendrobangla.com/