১২তম অধ্যায় (জীবের বংশগতি ও বিবর্তন) এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

৯ম ও ১০ম শ্রেণির ১২তম অধ্যায় (জীবের বংশগতি ও বিবর্তন) এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

আজকের আর্টিকেলে মাধ্যমে আমি এই অধ্যায়টির জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সকল ছাত্র-ছাত্রীর উপকারে আসবে। 

১২তম অধ্যায়


জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টির জ্ঞানমূলক প্রশ্নসমূহ 

এখানে আমি বোর্ড বা বোর্ড এর বাইরের কিছু যুক্ত করে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি। আশা করি সকল ছাত্র-ছাত্রী তারা তাদের নোট বা গাইড বই সহ বোর্ড বইয়ের সহযোগীতা নিয়ে লিখতে বা পড়তে পারবে। আশা করবো সবাই নিজেদের নোটগুলো শেয়ার করবেন। 

১. জৈব বিবর্তন কাকে বলে ? 

২. পাইরিডিন বলতে কি বোঝ ? 

৩. জিন বলতে কি বোঝ ? 

৪. CysE বলতে কি বোঝায় ? 

৫. লোকাস বলতে কি বোঝায় ? 

৬. কালার ব্লাইন্ড বলতে বোঝায় ? 

৭. DNA বলতে কি বোঝায় ? 

৮. প্রকট বৈশিষ্ট্য বলতে কি ‍বুঝি ? 

৯. ডিপ্লয়েড কি ? 

১০. অভিযোজন কি ? 

১১. ডোপামিন বলতে কি বুঝি ? 

১২. Evolveri কী ? 

১৩. ট্রান্সজেনিক জীব কী ? 

১৪. পষ্টুলেটেড হরমোন বলতে কি বোঝায় ? 

১৫. প্রকট জিন কী ? 

১৬. সার্বজনিন কালার ব্লাইন্ড কি ? 

১৭. রাসায়নিক বিবর্তন কি ? 

১৮. বংশগতি বিদ্যা কী ? 

১৯. বংশগতি কী ? 

২০. Explant (এক্সপ্লান্ট) কী ? 


১২তম অধ্যায় এর অনুধাবনমূলক প্রশ্ন 

এখানে অনুধাবন মূলক প্রশ্ন দেওয়া হলো। আশা করি সবারই উপকারে আসবে। 

১. পৃথিবী থেকে ডাইনোশর লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে কেন ? (ঢাকা বোর্ড ২০১৯ সালে আসছে প্রশ্নটি) 

২. রক্তের লহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক রোগ এর নাম কি ? ব্যাখ্যা কর। 

৩. DNA Test করা হয় কেন ? ব্যাখ্যা কর। (চট্টগ্রাম বোর্ড ২০১৭ সাল) 

৪. জিনকে বংশগতির ধারক ও বলা হয় কেন ? (চট্টগ্রাম বোর্ড ২০১৬ সাল) 

৫. থ্যালাসেমিয়া কেন হয় ? ব্যাখ্যা কর। 



জীবের বংশগতি ও বিবর্তন শেষ কথা

উপরের আর্টিকেলটি তে জীব বিজ্ঞান ৯ম ও ১০ম শ্রেণির ১২তম অধ্যায় (জীবের বংশগতি ও বিবর্তন) এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর অংশটি দেওয়া হয়েছে। 

Post a Comment (0)
Previous Post Next Post