SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ পার্ট ০২ (৯ম ও ১০ম শ্রেণির হ্যান্ড নোট)

SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান প্রথম অধ্যায় এর MCQ এবং এর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। 

SF SSC Biology Hand Note

আশা করবো আর্টিকেলটি সবার অনেক উপকারে আসবে। এখানে আমি অনেকগুলো পার্ট করে দিয়ে দেবো সবার বোঝার সুবিধার জন্য। 

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান MCQ : প্রথম অধ্যায় - জীবনপাঠ

SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। 

৫১. বিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা হয়?
ক) Endocrinology
খ) Embryology
গ) Physiology
ঘ) Palaceontology
সঠিক উত্তর: (ক)

৫২. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত?
ক) বাস্তুবিদ্যা
খ) ফার্মেসি
গ) জীবভূগোল
ঘ) জেনেটিক্স
সঠিক উত্তর: (খ)

৫৩. উদ্ভিদ জগতের শ্রেণিবিস্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?
ক) কিংডম
খ) ডিভিশন
গ) ক্লাস
ঘ) ট্যাক্সা
সঠিক উত্তর: (ঘ)

৫৪. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন
ii. জীবজগৎ সংরক্ষণ
iii. প্রজাতির সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৫. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
ক) ইংরেজি
খ) স্পেনিস
গ) গ্রিক
ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)

৫৬. জীববিজ্ঞান শিক্ষায় জয়লাভ করা যায়-
i. উদ্ভিদ সম্পর্কে
ii. প্রাণী সম্পর্কে
iii. মানবজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৫৮. দ্বিপদ নামকরণের জনক কে?
ক) লিনিয়াস
খ) উইলিয়াম হার্ভে
গ) গ্রেগর জোহান মেন্ডেল
ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ক)

৫৯. জীবটির ক্ষেত্রে বলা যায়-
i. হেটারোট্রফিক ও জটিল টিস্যু
ii. ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টিকারী
iii. ভ্রূণ বিকাশ করে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬০. আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?
ক) প্রায় ১০ লক্ষ
খ) ৮ লক্ষ
গ) ১৫ লক্ষ
ঘ) প্রায় ১৩ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)

৬১. জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
(i) জীবের গঠন
(ii) জৈবনিক ক্রিয়া
(iii)জীবনধারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬২. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (খ)

৬৩. জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম কী?
ক) Pantheratigris
খ) Copsychus saularis
গ) Temualosailisha
ঘ) Apisindica
সঠিক উত্তর: (খ)

৬৪. প্রোটিস্টা; কিংডম ভুক্ত, জীবদের বৈশিষ্ট্য হলো-
i. এককোষী বা বহুকোষী
ii. একক বা কলেনিয়াল বা ফিলামেন্টাস
iii. আদি কোষী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৫. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?
ক) Sea science
খ) Oceanography
গ) Oceanology
ঘ) Seaology
সঠিক উত্তর: (খ)

৬৬. কোষে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলঅস ও নিউক্লিয়ার পর্গা নেই কোনটির?
ক) Nostoc
খ) Spyrogyra
গ) Penicillium
ঘ) Shaccaro myces
সঠিক উত্তর: (ক)

৬৭. প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবদের যৌন প্রজনন ঘটে কোন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস
খ) কনজুগেশন
গ) মাইটোসিস
ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)

৬৮. সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?
ক) Labeo rohita
খ) Catla catla
গ) Oryza sativa
ঘ) Corchorus capsularies
সঠিক উত্তর: (ঘ)

৬৯. জীবের জীবন ও গুণাগুণ কোন শাখার আলোচ্য বিষয়?
ক) জীববিজ্ঞান
খ) প্রাণিবিজ্ঞান
গ) রসায়ন
ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

৭০. মালিহা সুন্দরবনে গিয়ে বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি প্রাণী দেখলো। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে?
ক) অণূজীব বিজ্ঞানে
খ) বনবিজ্ঞান
গ) পরিসংখ্যাবিদ্যা
ঘ) বনপ্রাণিবিদ্যা
সঠিক উত্তর: (ঘ)

৭১. ইলিশের বৈজ্ঞানিক নাম কোনটি?
ক) Tenualosa ilisha
খ) Labeorohita
গ) Pantheraleo
ঘ) Pantheratigris
সঠিক উত্তর: (ক)

৭২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. ভিন্নতা থেকে আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা
iii. জীবের নামকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৩. Monera কিংডমের উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যগ্রহণ করে-
i. শোষণ প্রক্রিয়ায়
ii. ফিটোসিনথেটিক প্রক্রিয়ায়
iii. কিমোসিনথেটিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৪. Lebeo rohita দ্বারা কোনটি বোঝায়?
ক) একটি জীব প্রজাতি
খ) একটি জীব গোত্র
গ) একটি জীব গণ
ঘ) একটি জীব রাজ্য
সঠিক উত্তর: (ক)

৭৫. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?
ক) Class
খ) Order
গ) Genus
ঘ) Species
সঠিক উত্তর: (গ)

৭৬. মাটি, মাটির গঠন ও পরিবেশ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
ক) Ecology
খ) Soil science
গ) Environmental
ঘ) Forestry
সঠিক উত্তর: (খ)

৭৭. জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
ক) মরফোলজি
খ) ইকোলজি
গ) ইভোলিউশন
ঘ) সাইকোলজি
সঠিক উত্তর: (গ)

৭৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে?
ক) প্রকৃতিবিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) প্রাণিবিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৭৯. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?
ক) মৌলিক জীববিজ্ঞানে
খ) ভৌত জীববিজ্ঞানে
গ) ফলিত জীববিজ্ঞানে
ঘ) কৃষিবিজ্ঞানে
সঠিক উত্তর: (গ)

৮০. Prokaryota পর্বেভুক্ত জীবেরা নিম্নলিখিত ধরনের-
i. আদিকোষ বিশিষ্ট এককোষী
ii. অণুবীক্ষণিক
iii. আদি কোষ বিশিষ্ট বহুকোষী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশ কোনটির নাম থাকবে?
ক) Class
খ) Order
গ) Genus
ঘ) Species
সঠিক উত্তর: (ঘ)

৮২. নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?
ক) সায়ানোব্যাকটেরিয়া
খ) শৈবাল
গ) ছত্রাক
ঘ) উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)

৮৩. জীবের বৈজ্ঞানিক নামে-
i. দুটি পদ থাকে
ii. প্রথম অংশটি প্রজাতির নাম
iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৮৪. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?
ক) রাসায়নিক সংশ্লেষণ
খ) শোষণ
গ) ব্যাপন
ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)

৮৫. নিচের কোন গ্রুপটি সঠিক?
ক) T2 ফায TMVžভাইরাসžজগৎ:মনেরা
খ) Mucor, Agaricusžশৈবালžজগৎ:প্রোটোকিটস্টা
গ) ধান, নারকেলžনগ্নবীজীžজগৎ:প্লান্ট
ঘ) কাঁঠাল, পেয়ারাžদ্বিবীজপত্রীžজগৎ:মনেরা
সঠিক উত্তর: (ক)

৮৬. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো কী রকম হবে?
ক) সবগুলো বড়
খ) সবগুলো ছোট
গ) একটি বড়, একটি ছোট করে
ঘ) যেকোনোটি
সঠিক উত্তর: (খ)

৮৭. সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?
ক) জীবের শ্রেণিবিন্যাস
খ) জীব কোষের গঠন
গ) জীবের বিবর্তন
ঘ) টিস্যুর গঠন
সঠিক উত্তর: (খ)

৮৮. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Morphology
খ) Histology
গ) Cytology
ঘ) Physiology
সঠিক উত্তর: (ঘ)

৮৯. জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?
ক) ফিজিওলোজি
খ) মরফোলজি
গ) হিস্টোলজি
ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (ক)

৯০. তথ্যে প্রদত্ত নামগুলোর শব্দ কোন দেশি?
ক) গ্রিক
খ) ইংরেজি
গ) ল্যাটিন
ঘ) হিব্রু
সঠিক উত্তর: (গ)

৯১. ক্যারোসাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন?
ক) জার্মানী
খ) ইতালী
গ) সুইডেন
ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (গ)

৯২. গোলআলুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Solanun
খ) Oryza
গ) Tuberosum
ঘ) Labeo
সঠিক উত্তর: (ক)

৯৩. বৈশিষ্ট্যগুলো দেখা যায় সঠিক?
i. ঈস্ট
ii. পেনসিলিয়াম
iii. মাশরুম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৪. সৃষ্টি জগতে জীবকোষের মধ্যে কোন বিষয়টি একটি রহস্যপূর্ণ বিষয়?
ক) শক্তি উৎপাদন
খ) প্রাণের স্পন্দন
গ) জৈবিক ক্রিয়া
ঘ) পুষ্টি গ্রহণ
সঠিক উত্তর: (খ)

৯৫. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) ফলিত জীববিজ্ঞান
খ) ভৌত জীববিজ্ঞান
গ) মৌলিক জীববিজ্ঞান
ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

৯৬. ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। এগুলো আমরা ব্যবহার করি-
i. সার হিসেবে
ii. খাদ্য হিসেবে
iii. ঔষধ প্রস্তুতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৭. কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভূক্ত?
ক) কীটতত্ত্ব
খ) প্রাণরসায়ন
গ) পরিবেশবিজ্ঞান
ঘ) জীব ভূগোল
সঠিক উত্তর: (ঘ)

৯৮. মানুষসহ অন্যান্য প্রাণির জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
ক) ভ্রূণবিদ্যা
খ) শারীরবিদ্যা
গ) চিকিৎসাবিদ্যা
ঘ) জিন প্রযু্ক্তি
সঠিক উত্তর: (গ)

৯৯. কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
ক) Zoology
খ) Entomology
গ) Microbiology
ঘ) Parasitology
সঠিক উত্তর: (খ)

১০০. পরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?
ক) ইকোলজির প্রয়োগ
খ) হিস্টোলজির প্রয়োগ
গ) ফিজিওলজির প্রয়োগ
ঘ) জেনেটিক্সের প্রয়োগ
সঠিক উত্তর: (ক)


ট্যাগসমূহ নিচে দেখুন 

Ssc biology mcq 2020, Biology 50 Most important mcq 2020, ssc biology mcq suggestion 2020, 50 important mcq questions Biology, Ssc biology mcq best suggestion, ssc biology chapter 3 mcq 2020,ssc biology chapter 3 mcq,Ssc biology mcq 2020, Ssc biology suggestion 2021, ssc biology 3rd chapter mcq, ssc biology 3rd chapter mcq 2020, biology 50 most important questions, biology 50 most important questions 2020, biology 50 most important mcq, biology 50 most important mcq 2020, ssc biology mcq 2020, ssc biology 3rd chapter mcq 2020,ssc biology chapter 3, 50 important mcq questions biology 2021, 

ssc biology mcq suggestion 2020,ssc biology mcq suggestion 2021,ssc biology mcq 2020 chapter 3,biology mcq,ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka,biology mcq best suggestion,most important biology mcq chapter 7,most important mcq questions biology 2021,50 important mcq questions biology,biology mcq for ssc,ssc biology chapter 3 mcq,ssc Biology, biology,ssc biology important questions, Most important Biology mcq chapter 3, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 7 mcq, ssc biology mcq answer 2020,

ssc biology mcq 2020, ssc biology 3rd chapter mcq, ssc biology 3rd chapter mcq 2020, biology mcq for ssc, biology mcq for ssc je, biology mcq pdf for ssc, ssc biology mcq question 2020, ssc biology mcq solution 2020, biology mcq solved ssc 2020, 

ssc biology chapter 6 mcq, biology,mcq on biology,ssc biology, biology ssc,biology mcq,mcq biology, biology mcqs,biology exam,biology questions,online biology quiz,biology test answers,ssc biology important questions, 50 important mcq questions Biology 2021, 50 important mcq questions Biology, ssc biology 7th chapter mcq, 

Most important Biology mcq chapter 5, most important mcq questions Biology 2021, ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 6 mcq, SSC Biology 2nd Chapter MCQ 2020, SSC Biology Chapter 5 MCQ 2020, SSC Biology MCQ 2020 chapter 2, SSC Biology MCQ chapter 4, SSC Biology MCQ 2021 chapter 3, SSC Biology Chapter 3 MCQ, SSC Biology Chapter 3 MCQ 2020, SSC Biology Chapter 7 MCQ 2021, biology 50 most important questions.

ssc জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, ssc জীববিজ্ঞান mcq 2020,জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ২০২০, ৩য় অধ্যায়ঃ কোষ বিভাজ,  জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন , দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন  , নবম শ্রেণির জীববিজ্ঞান , দশম শ্রেণির জীববিজ্ঞান , মাধ্যমিক জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর.

বি. দ্র. বহুনির্বাচনী প্রশ্নগুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। 
Post a Comment (0)
Previous Post Next Post