SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান প্রথম অধ্যায় এর MCQ এবং এর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ।
আশা করবো আর্টিকেলটি সবার অনেক উপকারে আসবে। এখানে আমি অনেকগুলো পার্ট করে দিয়ে দেবো সবার বোঝার সুবিধার জন্য। SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ পার্ট ০১।
নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান MCQ : প্রথম অধ্যায় - জীবনপাঠ
SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। SSC জীববিজ্ঞান: ১ম অধ্যায় MCQ - জীবন পাঠ। SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ পার্ট ০১। SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ পার্ট ০১।
১. অ্যারিস্টটল ছিলেন?
ক) দার্শনিক
খ) চিকিৎসক
গ) শিক্ষক
ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)
২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?
ক) Agriculture
খ) Soil science
গ) Embryology
ঘ) Ecology
সঠিক উত্তর: (ঘ)
৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?
ক) উদ্ভিদবিজ্ঞান
খ) প্রাণিবিজ্ঞান
গ) প্রকৃতি বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফাইজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)
৬. জীববিজ্ঞানের জনক কে?
ক) লিনিয়াস
খ) অ্যারিস্টটল
গ) থিওফ্রাসটাস
ঘ) ডাল্টন হুকার
সঠিক উত্তর: (খ)
৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: (ঘ)
১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?
ক) ৩৮১
খ) ৩৮২
গ) ৩৮৩
ঘ) ৩৮৪
সঠিক উত্তর: (ঘ)
১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?
ক) Protista
খ) Plantae
গ) Monera
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)
১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?
ক) গণ
খ) গোত্র
গ) উপ-প্রজাতি, গণ, গোত্র
ঘ) প্রজাতি
সঠিক উত্তর: (ঘ)
১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
ক) ফিশারিজ
খ) মৃত্তিকা বিজ্ঞান
গ) ফরেস্ট্রি
ঘ) বায়োকেমিস্ট্রি
সঠিক উত্তর: (গ)
১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?
ক) স্থলজ পরিবেশে
খ) জলজ পরিবেশে
গ) মরুজ পরিবেশে
ঘ) লবণাক্ত জলজ পরিবেশে
সঠিক উত্তর: (খ)
১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?
ক) ২০০১
খ) ২০০২
গ) ২০০৩
ঘ) ২০০৪
সঠিক উত্তর: (ঘ)
১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
ক) বহুকোষী
খ) হেটাট্রাফিক
গ) প্লাস্টিডহীন
ঘ) ভ্রূণস্তর সৃস্টি
সঠিক উত্তর: (গ)
১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Physiology
খ) Chemistry
গ) Biochemistry
ঘ) Biotechnology
সঠিক উত্তর: (গ)
১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
ক) খাদ্য গলাধঃকরণ করে
খ) এককোষী জীব
গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়
ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক) ভৌত জীববিজ্ঞান
খ) ফলিত জীববিজ্ঞান
গ) উদ্ভিদবিজ্ঞান
ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
ক) Morphology
খ) Anatolmy
গ) Histology
ঘ) Cytology
সঠিক উত্তর: (ঘ)
২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
ক) ৬
খ) ৫
গ) ৪
ঘ) ৩
সঠিক উত্তর: (ক)
২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
খ) পরিবেশ বিজ্ঞানে
গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে
সঠিক উত্তর: (ক)
২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) স্টামফোর্ড
গ) নিউইয়র্ক
ঘ) ক্যালিফর্নিয়া
সঠিক উত্তর: (ক)
২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?
ক) প্রজাতি
খ) গণ
গ) রাজ্য
ঘ) শ্রেণি
সঠিক উত্তর: (ক)
২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) উদ্যানবিজ্ঞান
ঘ) উদ্ভিদবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Plasmodium vivax
খ) Vibrio cholerae
গ) Apis indica
ঘ) Copsychus saularis
সঠিক উত্তর: (ক)
২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) সুইডেন
খ) স্পেন
গ) গ্রিক
ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (ক)
২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)
৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ক) শ্বেতসার ও আমিষ
খ) আমিষ ও স্নেহ পদার্থ
গ) স্নেহ পদার্থ
ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?
ক) জীবপরিসংখ্যান বিদ্যান
খ) অঙ্গসংস্থান বিদ্যা
গ) শারীরবিদ্যা
ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?
ক) Biostatistics
খ) Statistics
গ) Soil science
ঘ) Botany
সঠিক উত্তর: (ক)
৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৩৬. প্লাস্টিডবিহীন জীব-
i. প্রথম নমুনা
ii. দ্বিতীয় নমুনা
iii. চতুর্থ নমুনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?
ক) প্রাণিবিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) চিকিৎসাবিজ্ঞান
ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?
ক) ১৯৬৬
খ) ১৯৬৭
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
ক) অণুজীববিজ্ঞান
খ) জীববিজ্ঞান
গ) মৎসবিজ্ঞান
ঘ) মৃত্তিকাবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?
ক) পরিপাকতন্ত্র
খ) পৌষ্টিকতন্ত্র
গ) শ্বসনতন্ত্র
ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-
ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species
খ) Phylum>Class>Order>Family>Genus>Species
গ) Class>Phylum>Order>Family>Genus>Species
ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: (ক)
৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
ক) লিপিড
খ) লিগনিন
গ) কাইটিন
ঘ) সুবেরিন
সঠিক উত্তর: (গ)
৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?
ক) চিকিৎসাবিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) মৃত্তিকা বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) অ্যানিমেলিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) এনজাইম
খ) হরমোন
গ) যকৃত
ঘ) কোষ
সঠিক উত্তর: (খ)
৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?
ক) প্রায় এক কোটি
খ) প্রায় দেড় কোটি
গ) প্রায় দুই কোটি
ঘ) প্রায় আড়াই কোটি
সঠিক উত্তর: (ক)
আরো পড়ুন >> SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় এর MCQ পার্ট ০২
ট্যাগসমূহ নিচে দেখুন
Ssc biology mcq 2020, Biology 50 Most important mcq 2020, ssc biology mcq suggestion 2020, 50 important mcq questions Biology, Ssc biology mcq best suggestion, ssc biology chapter 3 mcq 2020,ssc biology chapter 3 mcq,Ssc biology mcq 2020, Ssc biology suggestion 2021, ssc biology 3rd chapter mcq, ssc biology 3rd chapter mcq 2020, biology 50 most important questions, biology 50 most important questions 2020, biology 50 most important mcq, biology 50 most important mcq 2020, ssc biology mcq 2020, ssc biology 3rd chapter mcq 2020,ssc biology chapter 3, 50 important mcq questions biology 2021,
ssc biology mcq suggestion 2020,ssc biology mcq suggestion 2021,ssc biology mcq 2020 chapter 3,biology mcq,ssc biology best suggestion, ssc biology mcq best, bdeureka,biology mcq best suggestion,most important biology mcq chapter 7,most important mcq questions biology 2021,50 important mcq questions biology,biology mcq for ssc,ssc biology chapter 3 mcq,ssc Biology, biology,ssc biology important questions, Most important Biology mcq chapter 3, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 7 mcq, ssc biology mcq answer 2020,
ssc biology mcq 2020, ssc biology 3rd chapter mcq, ssc biology 3rd chapter mcq 2020, biology mcq for ssc, biology mcq for ssc je, biology mcq pdf for ssc, ssc biology mcq question 2020, ssc biology mcq solution 2020, biology mcq solved ssc 2020,
ssc biology chapter 6 mcq, biology,mcq on biology,ssc biology, biology ssc,biology mcq,mcq biology, biology mcqs,biology exam,biology questions,online biology quiz,biology test answers,ssc biology important questions, 50 important mcq questions Biology 2021, 50 important mcq questions Biology, ssc biology 7th chapter mcq,
Most important Biology mcq chapter 5, most important mcq questions Biology 2021, ssc biology mcq suggestion 2020, ssc biology mcq suggestion 2021, ssc biology chapter 6 mcq, SSC Biology 2nd Chapter MCQ 2020, SSC Biology Chapter 5 MCQ 2020, SSC Biology MCQ 2020 chapter 2, SSC Biology MCQ chapter 4, SSC Biology MCQ 2021 chapter 3, SSC Biology Chapter 3 MCQ, SSC Biology Chapter 3 MCQ 2020, SSC Biology Chapter 7 MCQ 2021, biology 50 most important questions.
ssc জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, এসএসসি জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক, ssc জীববিজ্ঞান mcq 2020,জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক ২০২০, ৩য় অধ্যায়ঃ কোষ বিভাজ, জীববিজ্ঞান নৈর্ব্যক্তিক তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন , দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন , নবম শ্রেণির জীববিজ্ঞান , দশম শ্রেণির জীববিজ্ঞান , মাধ্যমিক জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর.
বি. দ্র. বহুনির্বাচনী প্রশ্নগুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।